সংক্ষিপ্ত

অশান্তি ঠেকাতে এবার ভাঙড়ের রাশ কলকাতা পুলিশের হাতে রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের ঘোষণা পর্ব থেকেই একাধিক ঘটনায় উত্তপ্ত ভাঙড়। দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে দফায় দফায় অশান্তির ঘটনা সামনে এসেছে। ভোট মিটে গেলেও অশান্তি লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে এবার ভাঙড় নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অশান্তি ঠেকাতে এবার ভাঙড়ের রাশ কলকাতা পুলিশের হাতে রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়ের জন্য আলাদা ডিভিশন তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে এসে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে ভাঙড় নিয়ে এই নির্দেশ দিয়েছেন মমতা। এর আগে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় বারুইপুর জেলা পুলিশের আওতাধীন ছিল। পঞ্চায়েত ভোট পরবর্তী পরিস্থিতিতে মমতার এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।