
Bhangar Latest News Today: হলুদ ট্যাক্সির ট্রাঙ্ক খুলতেই আঁতকে উঠল সবাই! ভাঙরে পুলিশের হানায় ফাঁস বড় চক্রের রহস্য
গোপন সূত্রে খবর পেয়ে ভাঙরের হাতিশালায় হানা দেয় পোলেরহাট থানার পুলিশ। একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০ কেজি গাঁজা। সূত্রের খবর ট্যাক্সিটি আসছিল শিয়ালদহ থেকে। চারজন গ্রেফতার হয় পুলিশের হাতে।
গোপন সূত্রে খবর পেয়ে ভাঙরের হাতিশালায় হানা দেয় পোলেরহাট থানার পুলিশ। একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০ কেজি গাঁজা। সূত্রের খবর ট্যাক্সিটি আসছিল শিয়ালদহ থেকে। চারজন গ্রেফতার হয় পুলিশের হাতে। ঘটনাটির তদন্ত ইতিমদ্ধেই শুরু করেছে পুলিশ।