Biplab Dev on CM Mamata Banerjee: আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেইড। মুখ্যমন্ত্রীর ফাইল ছিনতাই প্রসঙ্গে এবার রাজ্যের সর্বোচ্চ নেত্রীকে একহাত নিলেন বিপ্লব দেব। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Biplab Dev on CM Mamata Banerjee: আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেইড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ‘ছিনতাই’। তারপর থেকে গোটা দেশের রাজনীতিতে চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল বিতর্কে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ঠিক কী বলেছেন বিপ্লব দেব?

"উনি পশ্চিমবাংলার জনতার জন্য নন, উনি মুখ্যমন্ত্রী আছেন আইপ্যাকের জন্য। বিনাশকালে বিপরীত বুদ্ধি।" নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'কে তোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বিজেপি ক্ষমতায় এলে সাতদিনের মধ্যে সিণ্ডিকেট বন্ধ হয়ে যাবে। জনসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি বিপ্লব দেবের।

শুক্রবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি'তে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব দেব, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় সহ বিজেপি নেতৃত্ব। সেই সভায় তৃণমূল থেকে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিপ্লব দেব, শ্যামল রায়।

অন্যদিকে, আজকেই আইপ্যাক মামলার শুনানি করতে মরিয়া ইডি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে সেই আবেদন করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই মৌখিকভাবে প্রধান বিচারপতির চেম্বারে আবেদন জানানো হয়েছে ইডির পক্ষ থেকে। জরুরি বা বিশেষ বেঞ্চ গঠন করে আজকেই শুনানির আবেদন করছে ইডি। প্রয়োজনে অন্য বিচারপতির বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হবে ইডি সূত্রে খবর।

জানা গিয়েছে, ১৪ জানুয়ারিই হাইকোর্টে হবে আইপ্যাক কাণ্ডে দুটি মামলার শুনানি। ইডি-র আবেদন খারিজ করে দিয়ে জানাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি ও তৃণমূলের করা দুটি মামলা শুনানির জন্য ওঠে। যদিও এজলাস কক্ষে প্রচুর ভি়ড হয়ে গিয়ে হট্টগোল চেঁচামেচি শুরু হয়ে যায়। পরিস্থিতি দেখে এজলাস থেকে মামলার সঙ্গে সম্পর্কিত নয় এমন আইনজীবী ও ইন্টার্নদের বেরিয়ে যেতে বলেন বিচারপতি। 

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ও সহকর্মীদের অনুরোধ করেন। যদিও তাতে কোনও কাজ হয়নি। ভিড়, হট্টগোলের কারণে আইপ্যাক মামলার শুনানি শুরু করেননি বিচারপতি। তৃণমূলের মামলা এবং ইডির মামলা, দু’টিই পিছিয়ে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জানিয়ে দেন, আগামী ১৪ জানুয়ারি হবে শুনানি। খানিকটা বিরক্ত হয়েই বিচারপতি চেয়ার ছেড়ে উঠে চলে যান। এ দিন এই মামলার জন্য কোনও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও ছিল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।