মা মনসার চোখ বন্ধ, সর্পদেবীর এমন ঘটনায় চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুরে

সোমবার ভোরবেলায় দেখা যায় মা মনসার চোখ বন্ধ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ডাঙ্গালতলার মনসা মন্দিরে। মা মনসাকে চোখ বন্ধ অবস্থায় দেখতে ছুটে আসে বিভিন্ন ওয়ার্ডের মানুষজন ।

/ Updated: May 16 2023, 09:45 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার ভোরবেলায় দেখা যায় মা মনসার চোখ বন্ধ।এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ডাঙ্গালতলার মনসা মন্দিরে । মা মনসাকে চোখ বন্ধ অবস্থায় দেখতে ছুটে আসে বিভিন্ন ওয়ার্ডের মানুষজন। সকলে ভীড় করেন এই মন্দিরের সামনে। এরকম ঘটনা আগে কোনদিন ঘটেনি বলে জানায় স্থানীয় বাসিন্দারা। এরপর মন্দিরের সেবায়েত আসার পর পুনঃরায় মা মনসার চোখ খুলে যায় |