SIR Hearing : বীরভূমে শুরু এসআইআর শুনানি, নথি হাতে লম্বা লাইনে হাজার হাজার মানুষ, কী প্রতিক্রিয়া?

SIR Hearing Birbhum : বীরভূমে শুরু এস আই আর শুনানি: নথি হাতে লম্বা লাইনে হাজারো মানুষ ৮. এস আই আর শুনানি ঘিরে সরগরম বীরভূম, ব্লকে ব্লকে উপচে পড়া ভিড়

Share this Video

SIR Hearing Birbhum : বীরভূম জেলার সিউড়ি, বোলপুর সহ বিভিন্ন ব্লকে আজ থেকে শুরু হলো বহুল প্রতীক্ষিত এস আই আর (SIR) শুনানি। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই জেলাজুড়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

জনসাধারণের দীর্ঘ লাইন: এদিন সকাল থেকেই সিউড়ি ১ ও ২ নম্বর ব্লক এবং বোলপুর-শ্রীনিকেতন ব্লকের কার্যালয়গুলোর সামনে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়ে। অধিকাংশ মানুষই হাতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভোর থেকে অপেক্ষা করছেন। প্রশাসনিক সূত্রে খবর, সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং নথিপত্র যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করতেই এই ব্লক ভিত্তিক শুনানির আয়োজন করা হয়েছে।

প্রশাসনিক ভূমিকা: যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে শুনানিতে অংশ নিতে পারেন, সেজন্য প্রতিটি ব্লকেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি তদারকি করছেন।

Related Video