সংক্ষিপ্ত
দাপিয়ে বাড়ছে বার্ড ফ্লু-এর সংক্রমণ! জ্বর-সর্দি লাগলেই সাবধান হন
ফের বার্ড ফ্লু আতঙ্ক কলকাতায়! টানা পাঁচ বছর পরে সামনে এলে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা। পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে আড়াই বছরের এক শিশু। আক্রান্ত হয়েছেন আরও এক শিশু।
স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, দুটি শিশুই আপাতত সুস্থ। কিন্তু পাঁচ বছর ফের কীভাবে এই সংক্রমণ ছড়িয়ে পড়ল তা নিয়ে অত্যন্ত চিন্তিত চিকিৎসকেরা।
স্বাস্থ্য় দপ্তরের সূত্রের খবর, দুটি শিশুই আপাতত সুস্থ। কিন্তু পাঁচ বছর পর ফের কীভাবে এই ভয়াল সংক্রমণ ছড়িয়ে পড়ল সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে চিকিত্সক মহলে। কীভাবে বুঝবেন যে আপনি বার্ড ফ্লু আক্রান্ত? জেনে নিন বিশেষ লক্ষণ-
ভাইরাসের তীব্রতার উপরে সংক্রমণ নির্ভর করে। এই ভাইরাসের সংক্রমণ হলে-প্রথমে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঠান্ডা লাগে, মাথা যন্ত্রণা হয়,খুসখুসে কাশির উপসর্গ দেখা যায় এছাড়াও হতে পারে ডায়রিয়া, ক্লান্তি পেট ব্যথা, বুকে ব্যথা, নাক ও দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত । কনজেক্টিভাইটিস হওয়াও এই রোগের লক্ষণ।