সংক্ষিপ্ত
'অন্য দল করলে মেরে চামড়া তুলে দেব' ফেসবুকে প্রকাশ্যে হুমকি বিরূপাক্ষ বিশ্বাসের! আরজিকর কাণ্ডের মাঝেই ফের বিতর্ক
আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে দুই বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে।
একাধিক অনিয়ম ও জোর করে প্রভাব খাটানোর অভিযোগে তাঁদের বৃহস্পতিবার সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। রাজ্যের বিভিন্ন হাসপাতালে নানা ক্ষেত্রে দুর্নীতি করারও অভিযোগ উঠেছিল এই দুই চিকিৎসকের বিরুদ্ধে।
এবার মধ্যেই বিরূপক্ষ-র চাঞ্চল্যকর একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে গেল নেট মাধ্যমে। এই ফেসবুক পোস্টে রীতিমতো হুমকি দিয়েছেন চিকিৎসক।
পোস্টে বিরূপাক্ষ বিশ্বাস লিখেছেন, " কয়েক মাস ধরে দেখছি সাগর দত্ত মেডিক্যাল কলেজে-এর কিছু ডাক্তাররা সিপিআইএম করছে। কেউ লুকিয়ে লুকিয়ে, কেউ প্রকাশ্যে।
তাদের বলি, অনেক হয়েছে, মেরে চামড়া তুলে দেব সে যত বড়ই হনু হোক না কেন। ২০১১ সাল থেকে তৃণমূলটা করি, এখনও করছি, চিরকাল করব, লোকজনকে অনুপ্রাণিত করব যাতে তৃণমূল করে কিন্তু অন্য কোনও ধরনের পার্টি করতে দেব না। যে যা ইচ্ছে পারে করে নিক। অনেক হনুকে তো দেখলাম এতদিন, ইঁদুর কী করে বানাতে হয় সেটা ভাল করে জানা আছে"।
এই পোস্ট ভাইরাল হতেই ফের কটাক্ষের মধ্যে পড়েছেন এই চিকিৎসক। প্রকাশ্যে তৃণমূল না করলে গায়ে হাত দেওয়ার হুমকি কীভাবে দিলেন তা দেখেই হতবাক সকলে।
অন্যদিকে বৃহস্পতিবার ,সাসপেনশনের আগে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মেডিক্যাল কলেজে বদলি করা হয়। কিন্তু সেখানও প্রবল বিক্ষোভ শুরু হওয়ায় শেষমেশ চাপে পড়ে গিয়ে বিরূপাক্ষকে সাসপেন্ড করতে বাধ্য হয় প্রশাসন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।