সংক্ষিপ্ত

বাংলায় আসা প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ , উত্তর প্রদেশের প্রাক্তন ডিজি ব্রিজ লাল ও রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার

 

ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। চার সদস্যের দল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ঘুরে দেখার পরই বিস্তারিত রিপোর্ট শুক্রবার তুলে দিলেন বিজেপির সর্বভাতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে তুলে দেন। সেখানে রাজ্যের ভোট পরবর্তী হিংসা মোকাবিলা করার জন্য কয়েকটি বিধান দেওয়া হয়েছে।

বাংলায় আসা প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ , উত্তর প্রদেশের প্রাক্তন ডিজি ব্রিজ লাল ও রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্তারিত রিপোর্ট তাঁরা তুলে দেন বিজেপির সর্বভারতীয় সভারতি জেপি নাড্ডার হাতে। বিজেপির কেন্দ্রীয় কার্যালয়েই রিপোর্ট হাতে তুলে দেন তাঁরা।

 

 

রাজ্যের ভোট পরবর্তী হিংসা মোকাবিলা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা সাত দফা পরামর্শ দিয়েছেন। সেগুলি হল-

১। স্থানীয়ভাবে বা এলাকাভিত্তিক সিআরপিএফ জওয়ান মোতায়েন করা

২। বিজেপির অফিসগুলির নিরাপত্তা বাড়ান

৩। সমস্ত কমিশনের সদস্যদের সফর জরুরি। হিংসার বিরুদ্ধে মামলা করা জরুরি

৪। সময়সীমা বৃদ্ধি সিআরপিএফ জওয়ান মোতায়েনের

৫। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অধীনে তদন্ত জরুরি। ঘরছা়ড়াদের ঘরে ফিরিয়ে আনা জরুরি।

৬। আক্রান্তদের যাতে জল, খাবার সরবরাহ যাতে বন্ধ হয়ে না যায় আর বন্ধ যাতে না করা হয়- তার ব্যবস্থা করতে আমলাদের নির্দেশ দিতে হবে।

৭। আক্রান্ত ও ঘরছাড়া পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দেওয়া জরুরি।

রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েক দিন আগেই বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল আসে। তবে প্রতিনিধি দলের সদস্যরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সফর করেন।  বিজেপির নেতারা সাংবাদিকদের মুখোমুখিও হয়। তারা ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখোমুখি হয়। সেখানে দলীয় কোন্দলের প্রকাশ্যে আসে।