তৃণমূল নেতা-কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বক্তব্য, তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না, তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না, তাঁদের বাড়িতে নিমন্ত্রণও করবেন না।
তৃণমূল নেতা-কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বক্তব্য, তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না, তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না, তাঁদের বাড়িতে নিমন্ত্রণও করবেন না। এছাড়াও, তৃণমূল কর্মীদের ডান্ডা মেরে ঠান্ডা করার নিদানও দিয়েছেন তিনি। এর পাল্টা অর্জুন সিংকে পাল্ট আক্রমণ করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
কী বলেছেন অর্জুন
অর্জুন বলেন, 'তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না। তাদের বাড়ি যাবেন না। তৃণমূল কে কোনও অনুষ্ঠানে নিজের বাড়ি নিমন্ত্রণ করবেন না। ঝান্ডায় যদি ডান্ডা না থাকে, তৃণমূল কে ঠান্ডা করা যাবে না।' ওই সভা থেকে স্লোগান তোলার পাশাপাশি আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি হানার প্রসঙ্গও তোলেন বিজেপি (BJP) নেতা। ফাইল নিয়ে চলে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মুখ্য়মন্ত্রীর গ্রেফতারির দাবিও জানান। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, 'সুপ্রিম কোর্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায় কে জেলে না পাঠায়, যে সব পুলিশ ফাইল চুরি করতে সাহায্য করেছেন তাঁদের সাসপেন্ড না করেন, তা হলে কোর্টের প্রতি আস্থা কমে যাবে। আর যদি তাই হয় আমি থানায় ঢুকে আমার নামে যে ২৫৬ খানা কেস আছে সব কাগজ ছিনিয়ে নিয়ে আসব। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক আইন, আর অর্জুন সিংয়ের জন্য অন্য আইন, এটা হতে পারে না।'
অর্জুনের হুঁশিয়ারির জবাব দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম (Somenath Shyam)। তিনি বলেন, 'একজন গুন্ডা মাস্তানের কথার কোনও জবাব দিতে রাজি নয়। তবে একজন ভাল মানুষের কাছ থেকে ভাল কথা আশা করা যায়। কিন্তু একজন গুন্ডা মাস্তানের কাছে গুন্ডামির কথাই শুনতে হবে। আর ও বলছে ফাইল তুলে নিয়ে আসবে, ওর কত ক্ষমতা আছে ডান্ডা দিয়ে ঠান্ডা করবে। ও কে, প্রাক্তন সাংসদ, প্রাক্তন, প্রাক্তন এমএলএ, প্রাক্তন চেয়ারম্যান, অনেক প্রাক্তন হয়, ও বলবে আর লোকে শুনবে? ও কে? কেউ মানে না গাঁয়ের মোড়ল। ওকে তো এখন বিয়ের নেমতন্ন কেউ করে না। ওকে এখন অনুষ্ঠানে কেউ ডাকে না। এই এলাকার কেউ ওকে বিয়ের নেমতন্ন করে না। তিনি যে দলে রয়েছেন সেই দলেও ওর কোনও জায়গা নেই। বিজেপিতে আছে, বিজোপির কোনও পদে নেই। কোনও জেলা কমিটিতেও নেই, টাউন কমিটিতেও নেই, রাজ্য কমিটিতেও নেই। কোনও জায়গাতেই জায়গা পায়নি। সে দিচ্ছে বড় বড় বুলি।'
পাল্টা জবাব তৃণমূলের
সোমনাথ আরও বলেন, 'মানুষ যদি একজন গুন্ডা-মাওয়ালির কাছে গেলে সে কী বলবে। মার-কাট-দাঙ্গা কর। অর্জুন প্র্যাক্টিকালি একজন গুন্ডার মতো কথা বলল। রাজনৈতিক ভাষা নয় তো এটা। রাজনৈতিক ভাষা যে জানে না, তার ব্যাপারে কথা বলা মানে নিজেকে ছোট করা হয়। অর্জুন সিংয়ের যদি দম থাকে ঝান্ডার ডান্ডা দিয়ে একটা তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত দিয়ে দেখাক।'


