সংক্ষিপ্ত
পর পর ২টি FIR দায়ের হয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দুটি মামলাই কলকাতার পৃথক পৃথক থানায় দায়ের করা হয়েছে।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ৫ অগাস্ট পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক এবং বুথ স্তরে বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘেরাও করা-কে ‘বেআইনি’ বলে অভিহিত করে এবার তাঁর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী। অন্যদিকে, একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘INDIA’ শব্দ ভুলভাবে ব্যবহার করেছেন, এই অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপির পক্ষ থেকে।
শুক্রবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছিলেন, “ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন।” উল্লেখ্য, তার সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে, ওই বিজেপি নেতাদের বাড়িতে কোনও বয়স্ক সদস্য থাকলে, তাঁদের ছেড়ে দিতে হবে।
এর পরই একুশের মঞ্চে বক্তৃতা দিতে শুরু করেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য তিনি কিছুটা শুধরে দিয়ে বলেন, “বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে।” মূলত একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক।
কিন্তু, শুধরে দেওয়া কথা নয়, বরং, সরাসরি অভিষেকের প্রথম কথাটি নিয়েই লড়াইয়ে নেমে পড়ে বঙ্গ বিজেপি। সেই কথার ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগকারীদের বক্তব্য, অভিষেক যা বলেছেন, তা আইন বিরুদ্ধে। তাঁর ভুল বার্তা নীচু তলার কর্মীদের মধ্যে পৌঁছবে। এতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।
আরও পড়ুন-
Mukul Roy News: হঠাৎ হাজির মুকুল রায়! তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ‘বিজেপি বিধায়ক’
Mamata Banerjee Speech: বিজেপি সরকারকে ব্যাপকভাবে আক্রমণ, ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণমূর্তি
Saayoni Ghosh TMC: ‘এই মাথা কাটা যাবে, কিন্তু নীচে ঝুঁকবে না’, একুশের শহিদ সমাবেশ থেকে বার্তা দিলেন সায়নী ঘোষ