লোকসভা নির্বাচনের মধ্যেই শনিবার সন্ধ্যায় কলকাতায় তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হামলায় মাথায় গুরুতর চোট পান বঙ্গ বিজেপি নেত্রী সরস্বতী সরকার।

লোকসভা নির্বাচনের মধ্যেই শনিবার সন্ধ্যায় কলকাতায় তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হামলায় মাথায় গুরুতর চোট পান বঙ্গ বিজেপি নেত্রী সরস্বতী সরকার। পশ্চিমবঙ্গের বিজেপির সহকর্মী অমিত মালব্যের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি নেত্রী সরস্বতী সরকারের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

Scroll to load tweet…

বিজেপি নেতা অমিত মালব্য বলেন, 'পশ্চিমবঙ্গে কোনও মহিলাই সুরক্ষিত নন। গতকাল রাতে দক্ষিণ কলকাতায় বিজেপির কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে টার্গেট করে তৃণমূলের গুন্ডারা। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় বিপর্যয়। ভাবুন তো, কলকাতা নিরাপদ না হলে #Sandeshkhali কতটা খারাপ হবে। বাংলার মানুষ এই অত্যাচারের জবাব দেবে।