
'একবার হাত ভেঙেছিল, এবার অনেক কিছুই ভাঙবে' উদয়ন গুহকে হুঁশিয়ারি সুকান্তর
কোচবিহারের তুফানগঞ্জে বিস্ফোরক সুকান্ত মজুমদার। উদয়ন গুহকে চাঁছাছোলা ভাষায় আক্রমণে সুকান্ত। ‘তৃণমূলের বড় ও মোটা গুন্ডা এখন তিহারে রোগা হচ্ছে। তৃণমূলের সব গুন্ডাগুলোর ব্যবস্থা হবে।’
কোচবিহারের তুফানগঞ্জে বিস্ফোরক সুকান্ত মজুমদার। উদয়ন গুহকে চাঁছাছোলা ভাষায় আক্রমণে সুকান্ত। 'তৃণমূলের বড় ও মোটা গুন্ডা এখন তিহারে রোগা হচ্ছে। তৃণমূলের সব গুন্ডাগুলোর ব্যবস্থা হবে। এখানকার সবথেকে বড় গুন্ডা উদয়ন গুহ। উদয়ন গুহ নিজেকে বড় বীর বলে মনে করেন। আমাদের কর্মীদের বাড়ি ঘর ভেঙে নিরাপত্তারক্ষীদের আড়ালে লুকিয়য়ে থাকেন। দম থাকলে সিকিউরিটি ছাড়া বের হোন। কোচবিহার ও দিনহাটায় আমাদের কর্মীরা বুঝিয়ে দেবে। একবার হাত ভেঙেছিল, এবার অনেক কিছুই ভাঙবে। গুন্ডামি বন্ধু করুন।'