- Home
- West Bengal
- West Bengal News
- 'DA মুখ্যমন্ত্রী যেটুকু দিয়েছেন তা এদের চাপে', মন্দিরতলার ধর্না মঞ্চে হাজির হয়ে সুর চড়ালেন শুভেন্দু
'DA মুখ্যমন্ত্রী যেটুকু দিয়েছেন তা এদের চাপে', মন্দিরতলার ধর্না মঞ্চে হাজির হয়ে সুর চড়ালেন শুভেন্দু
- FB
- TW
- Linkdin
মন্দিরতলায় মাহার্ঘ ভাতার দাবিতে ধর্না
বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা, শূন্যপদে নিয়োগ-সহ একাধিক দাবিতে মন্দিরতলায় ধর্না চলছে রাজ্যের সরকারি কর্মীদের। অবস্থান বিক্ষোভের উদ্যোক্তা যৌথ সংগ্রামী মঞ্চ।
ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী
মন্দিরতলায় সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। তীব্র সমালোচনা করেন রাজ্য সরকারের।
যৌথ সংগ্রামী মঞ্চের প্রশংসা
শুভেন্দ বলেন. সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক প্লাটফর্ম। যাদের নিত্যদিন শোষণ করেছে সরকার, তারাই এই প্ল্যাটফর্মের সদস্য। তিনি আরও বলেন, এরা ৭০০ দিন ধরে লড়াই করছে। সদস্যদের তিনি ধন্যবাদও জানান।
'ডিএ-র দাবি যুক্তসংগত'
শুভেন্দু অধিকারী বলেন, যৌথ সংগ্রামী মঞ্চের 'ডিএ-র দাবি যুক্তসংগত'। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যেটুকু দিয়েছেন সেটা এই লড়াইয়ের জন্য। তাই লড়াই থামান যাবে না বলেও আবেদন জানিয়েছেন তিনি।
ডিএ ন্যায্য পাওয়া
শুভেন্দু আরও দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে দমানোর চেষ্টা করেছেন।কিন্তু আদালত আছে।ডি এ আপনাদের ন্যায্য অধিকার।আমরা আশাবাদী জয় সুনিশ্চিত।'
রাজ্যে অবিচার হচ্ছে
শুভেন্দু আরও বলেন, এরাজ্যে সবকিছুতেই দুর্নীতি হয়েছে।রেশন স্বাস্থ্য শিক্ষা আবাস সব কিছুতেই দুর্নীতি। এর বিরুদ্ধে লড়াই চলবে। পুলিশের প্রতি অবিচার হচ্ছে।তারাও ডি এ পাচ্ছেনা।
তিন দিনের কর্মসূচি
সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে তিন দিনব্যাপী ধর্না কর্মসূচির শেষ দিনে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নাম না করে মমতার সমালোচনা
ওই মঞ্চ থেকে তিনি নাম না করে মুখ্যমন্ত্রীকে অত্যাচারী, অহংকারী, দুর্নীতির চূড়ামণি বলে আখ্যা দেন।
পাশে থাকার বার্তা
সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে ভোটের পাটিগণিতের বাইরে আমি সবসময় এদের পাশে থাকার চেষ্টা করেছি বিরোধী দলনেতা হিসেবে। প্রত্যেক আন্দোলনকারীকে এই আন্দোলনের পাশে থেকে তাদের স্যালুট জানাই। সংগ্রামী যৌথ মঞ্চের আপোসহীন লড়াইয়ের ফল আপনারা আজ পাচ্ছেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই হোক। আমরা পাশে আছি। সবাই মিলে একসঙ্গে লড়বো। আমরা জিতবই।
সুপ্রিম কোর্টে মামলা
আগামী বছর , ২০২৫ সালের ৭ জানুয়ারি রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সেই দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মীরা। কারণ চলতি বছর ডিসেম্বরে কোনও ডিএ ঘোষণা করেনি রাজ্য সরকার।