সংক্ষিপ্ত
মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল সুপ্রিমোর সৎ সাহস থাকলে বিধানসভার অধিবেশন, আলোচনা সহ সমস্ত কিছুর সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করুন।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News) বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তোপ পাল্টা তোপে বুধবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা (West Bengal Assembly)। বিরোধীদের তুমুল হট্টগোল নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ''সংসদেও আমাদের সাংসদরা আছেন, আমরা সংসদের কাজে বাধা দিই না। সব কাজ সুষ্ঠ ভাবে করতে দিই। আমাদের দেশ সৌজন্যমূলক দেশ। সার্বভৌম দেশ।" এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই কাগজ উড়িয়ে, স্লোগান দিয়ে অধিবেশন ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা (BJP Bengal)।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সৎ সাহস থাকলে বিধানসভার অধিবেশন, বিশেষ বৈঠক, আলোচনা সহ সমস্ত কিছুর সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করুন (Live Telecast)। বিধানসভার ভিতরে কী হচ্ছে তাহলে জনগণের কাছে সমস্ত বিষয়টা জলের মতোন পরিস্কার হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি আরও বলেন, ''মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বারবার অভিযোগ করছেন যে, আমরা তাঁর কাজে বাধা দিচ্ছি। চিৎকার করছি। কিন্তু বাইরের কেউ কিছু তো জানতে পারছে না, বুঝতে পারছে না। বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল (TMC News)।'' ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করুক বলেও এদিন আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক। এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বঙ্গে প্রত্যাশিত ফল করতে পারেনি গেরুয়া শিবির। যা নিয়ে নিজেদের মধ্যে দলের অন্দরেই রয়েছে ক্ষোভ। স্বাভাবিক ভাবেই ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই পাল্টা মাঠে নেমে পড়েছে বিজেপি। তবে বিধানসভার কক্ষ হোক কিংবা ভোটের ময়দান তৃণমূল নেতৃত্ব যে বিজেপিকে (BJP) অলআউট আক্রমণ শানাচ্ছে তা অবশ্য বুঝতে বাকি নেই রাজনৈতিক বিশ্লেষকদের। এখন দেখার বিজেপির পাল্টা লাইভ সম্প্রচারের দাবির জল কতদূর গড়ায়।