
SIR অশান্তি নিয়ে অডিও ক্লিপ ফাঁস করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
bjp shankar ghosh: রাজ্যের বিভিন্ন প্রান্ত এসআইআর কেন্দ্রগুলিতে হামলা, বিডিও অফিস ভাঙচুরের পিছনে পরিকল্পিত বিশৃঙ্খলার অভিযোগ তুললেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস, এসআইআর শুনানিতে হামলার অভিযোগও তুলেছেন বিজেপির বিধায়ক। No SIR, NO Vote-এর কথা আরও একবার বললেন শঙ্কর ঘোষ। এসআইআর বন্ধ করতে না পারায় হতাশায় তৃণমূল ভুল দাবি করছে বলেও তিনি দাবি করেন।