
'চোর মেয়র পালিয়েছে'! চন্দননগর কর্পোরেশনে বিজেপি-পুলিশ ধস্তাধস্তি, চরম উত্তেজনা
Chandannagar : চন্দননগর কর্পোরেশনে ৭ দফা দাবিতে বিক্ষোভে উত্তেজনা। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে কর্পোরেশনের গেট ভেঙে যায়। মেয়রের অনুপস্থিতিতে স্মারকলিপি জমা না দিতে পেরে ক্ষুব্ধ বিজেপি। আন্দোলনের হুঁশিয়ারি নেত্রী সুনন্দা সাহার।
Chandannagar : চন্দননগর কর্পোরেশনে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়াল বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে। ৭ দফা দাবিতে বিজেপি কর্মীরা মিছিল করে কর্পোরেশন গেটের সামনে পৌঁছনো মাত্রই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, পুলিশ গেট আটকে দেয়, আর সেই ধাক্কাধাকিতেই কর্পোরেশনের প্রধান গেট ভেঙে পড়ে। এরপর বিজেপি কর্মীরা সোজা ঢুকে পড়েন মেয়রের দপ্তরে।
তবে মেয়র সেই সময় নিজের চেম্বারে ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন। পরে বিশাল পুলিশবাহিনী ও আইসি-র নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ বিজেপি কর্মীদের কর্পোরেশন চত্বর থেকে বের করে দেয়।
চন্দননগর দক্ষিণ মন্ডলের সভানেত্রী সুনন্দা সাহা জানান, এক সপ্তাহ আগে মেয়রকে জানানো হয়েছিল স্মারকলিপি জমা দেওয়ার কথা। প্রধান দাবিগুলির মধ্যে ছিল শহরের বেহাল রাস্তা, জলনিকাশি ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও বেআইনি পুকুর ভরাট বন্ধ করা। তিনি হুঁশিয়ারি দেন, এক মাসের মধ্যে দাবি না মানলে আবারও আন্দোলনে নামবে বিজেপি।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।