
Murshidabad : 'আমাদের বাঁচান!' মেয়েকে কোলে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন... সামশেরগঞ্জে সুকান্ত
Sukanta Majumdar Murshidabad Violence News : মুর্শিদাবাদ হিংসার জেরে ঘরছাড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে সামশেরগঞ্জের কাঞ্চন তলায় পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিগৃহীতদের সঙ্গে কথা বলেন তিনি
Sukanta Majumdar Murshidabad Violence News : মুর্শিদাবাদ হিংসার জেরে ঘরছাড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে সামশেরগঞ্জের কাঞ্চন তলায় পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিগৃহীতদের সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাঁদের দুর্দশার কথা ও ভিটেমাটি হারানোর যন্ত্রণা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চোখে জল আর কণ্ঠে ক্ষোভ—সবটাই সামনে উঠে আসে সুকান্ত মজুমদারের কাছে। তিনি আশ্বাস দেন, দল তাঁদের পাশে আছে এবং আইনগত ও মানবিক—সব দিক থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। এই সফরের মাধ্যমে রাজনৈতিক বার্তার পাশাপাশি, নিগৃহীতদের প্রতি সহানুভূতির বার্তাও পৌঁছে দিল বিজেপি নেতৃত্ব।