৬ বছর বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চুঁচুড়ার বর্ণালীর, স্বীকৃতি মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-সহ একাধিক জায়গা থেকে

মাত্র ৬ বছর বয়সে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট জিতল চুঁচুড়ার বর্ণালী চন্দ । দেশের ক্ষুদ্রতম 'ব্ল্যাক বেল্ট' খেতাব এখন তার দখলে। বাবার হাত ধরে মাত্র তিন বছর বয়স থেকে প্রশিক্ষণ শুরু হয় বর্ণালীর ।

/ Updated: May 19 2023, 11:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাত্র ৬ বছর বয়সে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট জিতল চুঁচুড়ার বর্ণালী চন্দ । দেশের ক্ষুদ্রতম 'ব্ল্যাক বেল্ট' খেতাব এখন তার দখলে। বাবার হাত ধরে মাত্র তিন বছর বয়স থেকে প্রশিক্ষণ শুরু হয় বর্ণালীর  | বর্ণালীর ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস,ওএমজি রেকর্ডস সহ একাধিক জায়গা থেকে স্বীকৃতি মিলেছে । বর্ণালী জানায় আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা জরুরি । আবার স্বাস্থ্য ঠিক রাখতেও কাজে দেয় মার্শাল আর্ট।