Egra Battery Thief : গাড়ির ব্যাটারি চোরেদের উৎপাত! হাওয়া হয়ে যাচ্ছে ব্যাটারি, তুলকালাম এগরায়

গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে তুলকালাম এগরায়। চোরেদের উৎপাতে অতিষ্ঠ এলাকার গাড়ি ব্যবসায়ীরা। পুলিশ চোরেদের ধরেও ছেড়ে দিচ্ছে, দাবি বিক্ষোভকারীদের। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের এগরা থানার নেগুয়া।

/ Updated: Sep 21 2023, 11:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে তুলকালাম এগরায়। চোরেদের উৎপাতে অতিষ্ঠ এলাকার গাড়ি ব্যবসায়ীরা। পুলিশ চোরেদের ধরেও ছেড়ে দিচ্ছে, দাবি বিক্ষোভকারীদের। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের এগরা থানার নেগুয়া। ঘটনার জেরে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ। ঘটনাস্থলে পুলিশ আসলে বচসা বাদে বিক্ষোভকারীদের সঙ্গে। এরপর এগরা থানার আইসির প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।