সংক্ষিপ্ত
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। ভোটমূখী বাজেট যে খানিকটা 'জনমোহিনী' হবে সে বিষয় আগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু এই বাজেটকে গরিব-মধ্যবিত্তের স্বার্থের বিরোধী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার এই বাজেট নিয়ে মুখ খুলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদী সরকারের বাজেটকে 'অমাবস্যার অন্ধকার' বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেট নিয়ে যে একেবারেই খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টই বললেন, 'বাজেটে কোনও আশার আলো নেই, পুরোপুরি অমাবস্যার অন্ধকার।'
১ ফেব্রুয়ারি পেশ হল ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। ভোটমূখী বাজেট যে খানিকটা 'জনমোহিনী' হবে সে বিষয় আগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু এই বাজেটকে গরিব-মধ্যবিত্তের স্বার্থের বিরোধী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন,'গরিব-মধ্যবিত্তের কোনও লাভ নেই। বাজেটে শুধু একশ্রেণির মানুষই সুবিধা পাচ্ছে। দরিদ্ররা বঞ্চিত হয়েছে। মুদ্রাস্ফিতি আকাশ ছোঁয়া। ট্যাক্সে ছাড় দিয়ে কী হবে?' এখানেই শেষ নয় সেলফ হেল্প গ্রুপ, আইসিডিএস-এর জন্য কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন,'বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করা হয়েছে, কিন্তু কেউ কি গ্যাস পেয়েছে?'
আরও পড়ুন -
সিগারেটের ওপর কর আরও বাড়ল, কমল মোবাইল ফোনের যন্ত্রাংশের আমদানি শুল্ক
Budget for women ২০২৩ সালের বাজেটে মহিলারা পেলেন বিশেষ উপহার, বাজেটে বড় ঘোষণা