যোগী রাজ্যের কায়দাতে 'বুলডোজার' চলল বীরভূমে! অবৈধ রিসর্ট ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

যোগী রাজ্যের কায়দাতে 'বুলডোজার' চলল বীরভূমে! নদীর জমি ভরাট করেই গড়ে উঠছিল বিশাল রিসর্ট। স্থানীয় আদিবাসীদের অভিযোগেও কর্ণপাত করছিল না নেতারা। অবশেষে হাইকোর্টের নির্দেশেই বুলডোজার দিয়ে ভাঙা হল পাঁচিল।

/ Updated: Mar 24 2023, 12:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

যোগী রাজ্যের কায়দাতে 'বুলডোজার' চলল বীরভূমে! নদীর জমি ভরাট করেই গড়ে উঠছিল বিশাল রিসর্ট। স্থানীয় আদিবাসীদের অভিযোগেও কর্ণপাত করছিল না নেতারা। অবশেষে হাইকোর্টের নির্দেশেই বুলডোজার দিয়ে ভাঙা হল পাঁচিল। প্রায় সাড়ে চার একর জমি উদ্ধার করল প্রশাসন। কোপাই নদীর বুকেই গড়ে উঠছিল এই অবৈধ নির্মাণ। বীরভূমের শান্তিনিকেতন থানার কমলাকান্তপুর এলাকার ঘটনা। বোলপুর মহকুমা শাসক অয়ন নাথের নির্দেশেই চলল গোটা প্রক্রিয়া।