৩৪ বছর ধরে সরকারি অনুদানের অভাবে ধুঁকছে স্কুল, বিধায়কের কাছে সাহায্যের আর্তি

৩৪ বছরে একবিন্দুও হয়নি বিদ্যালয়ের উন্নয়ন! জরাজীর্ণ অবস্থা সমগ্র বিদ্যালয়ের। উদাসীন এলাকার বিধায়ক, অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সি প্রেমচাঁদ হিন্দি হাইস্কুলের ঘটনা।

Share this Video

৩৪ বছরে একবিন্দুও হয়নি বিদ্যালয়ের উন্নয়ন! জরাজীর্ণ অবস্থা সমগ্র বিদ্যালয়ের। উদাসীন এলাকার বিধায়ক, অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সি প্রেমচাঁদ হিন্দি হাইস্কুলের ঘটনা। ১৯৯০ সালে শুরু হয়েছে মুন্সি প্রেমচাঁদ হিন্দি হাইস্কুল। সরকারী অনুদান থেকে ব্রাত্য এই স্কুল। আজও স্কুলের উন্নয়ন হয়নি বললেই চলে। প্রাক্তন ছাত্রদের আর্থিক সাহায্যে স্কুলের কিছুটা উন্নয়ন হয়েছে। স্কুলে এখনও টিন ও এডবেস্টারের ছাউনি। স্কুলের শৌচালয়ের অবস্থাও খারাপ। এলাকার বিধায়কের কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। সরকারি অনুদানের অপেক্ষায় স্কুল কর্তৃপক্ষ। 

Related Video