কলকাতায় পাচারের আগে জলপাইগুড়িতে কোটি টাকার বার্মা টিক কাঠ উদ্ধার, পুলিশের জালে ভিনরাজ্যের দুই পাচারকারী

জলপাইগুড়ি জাতীয় সড়কের পানীকৌড়ি এলাকা থেকে পাচারের আগে দুটি গাড়ি বার্মা টিক কাঠ উদ্ধার হয় যার আনুমানিক মুল্য প্রায় এক কোটি টাকা। উদ্ধার করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তর এর কর্মীরা ।

/ Updated: Jan 27 2023, 03:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কন্টেনারে করে কাঠ পাচারের ছক কষেছিল পাচারকারীরা | সেই ছক ভেস্তে দিল বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা | পানীকৌড়ি এলাকা থেকে পাচারের আগে দুটি গাড়ি বার্মা টিক কাঠ উদ্ধার হয় | দুটি গাড়ি বার্মা টিক কাঠের আনুমানিক মুল্য প্রায় এক কোটি টাকা | জানা গেছে গৌহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে কাঠগুলো নিয়ে যাচ্ছিল পাচারকারীরা | এই ঘটনায় গ্রেফতার করা হয় ভিনরাজ্যের দুজনকে | আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে |