সংক্ষিপ্ত
আগামী বছরের মার্চ মাসের মধ্যেই মেট্রোতে হাওড়া-সল্টলেক যাতায়াত করতে পারবেন! খুশির খবর দিল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড
আগামী বছরের মার্চ মাসের মধ্যে টানা চলবে হাওড়া থেকে সল্টলেক সেক্টর-ফাইভ পর্যন্ত ১৬.৬ কিলোমিটার দীর্ঘ পথে ইস্ট-ওয়েস্ট মেট্রো। বহুদিন থেকেই এই রুটে মেট্রো চালু হওয়ার অপেক্ষা করছেন যাত্রীরা। কিন্তু ঠিক কবে থেকে এই মেট্রো চালু হবে তার কোনও ধারণা পাওয়া যায়নি। তবে এবার একটি বিশেষ আইডিয়া দিলেন, কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল।
অনুজ বাবু জানিয়েছেন, " আগামী বছরের মার্চ মাসেই এই অংশে টানা চলতে পারবে মেট্রোর রেক। "
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে এই মেট্রো চলার কথা থাকলেও সমস্যার কারণ হয়েছিল বউবাজার। সুড়ঙ্গে তিনবার ধস নামে বউ বাজারে। শেষ পর্যন্ত খণ্ডিত করা হয় যাত্রাপথ।
প্রথমে সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহ পরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচাল শুরু হয়।
কিন্তু শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ পুরোপুরি শেষ হওয়া সম্ভব হয়নি। তবে খুব তাড়াতাড়ি সেই কাজ শেষ হয়ে যাবে বলেই জানিয়েছেন মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল।
তিনি জানান, " বউবাজার এলাকায় শেষ ক্রস প্যাসেজটি তৈরির কাজ শেষ হয়েছে। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের এক সুড়ঙ্গ থেকে অন্য সুড়ঙ্গ দিয়ে বের করার জন্যই এই প্যাসেজ।"
মাটির বুনোটের কারণে প্যাসেজ তৈরি কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল বউ বাজার এলাকায়। শেষ পর্যন্ত অত্যন্ত ধীরগতিতে কাজ এগিয়ে প্যাসেজ তৈরি করা সম্ভব হয়েছে। যা মনোবল বাড়িয়েছে কেএমআরসিএল-কর্তাদের। আপাতত মার্চ মাস নাগাদ এই রুটে মেট্রো চলাচল হবে বলেই মনে করা হচ্ছে।