সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্য সরকারের দেওয়া জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। এবার এ বিষয়ে হস্তক্ষেপ করল হাইকোর্ট।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ইস্পাত কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে এক টাকায় যে জমি পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তা সম্ভবত তিনি সরাসরি পাচ্ছেন না। ওই ৩৫০ একর জমি লিজে প্রয়াগ সংস্থার হাতে ছিল। চন্দ্রকোনায় ফিল্ম সিটি গড়েছিল প্রয়াগ সংস্থা। সেই জমিই সৌরভকে দেয় রাজ্য সরকার। কিন্তু একটি সংস্থার হাতে থাকা জমি বাজেয়াপ্ত করার পর কীভাবে সৌরভকে অন্য কাজে ব্যবহারের জন্য দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রয়াগ সংস্থাকে এ বিষয়ে অন্ধকারে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। শুক্রবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলেছে, রাজ্য সরকারের সঙ্গে প্রয়াগ সংস্থার যে চুক্তি আছে, তাতে কোনওরকম হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ওই জমির ভ্যালুয়েশন করবে। রাজ্যল সরকারকে সেবি-র সঙ্গে সহযোগিতা করতে হবে। ভ্যালুয়েশনের পর ওই জমি নিলাম করতে হবে। এ বিষয় রাজ্য সরকারকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এক টাকায় জমি পাচ্ছেন না সৌরভ

কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছেন, লিজে প্রয়াগ সংস্থার হাতে থাকা জমি বাজেয়াপ্ত হওয়ার পর এখন এক টাকায় পাবেন না সৌরভ। ৩৫০ একর জমির যা দাম হতে পারে, তা ঠিক হওয়ার পর যখন নিলাম হবে, তখন সৌরভ বা তাঁর সংস্থা চাইলে সেই নিলামে যোগ দেওয়া সম্ভব। নিলামে যদি সবচেয়ে বেশি দর দেন সৌরভ, তাহলে তিনি জমি পাবেন। তার আগে পর্যন্ত তিনি এই জমি পাচ্ছেন না।

প্রয়াগের আমানতকারীরা টাকা ফেরত পাবেন?

গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন সৌরভ। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন। চলচ্চিত্র উৎসব, শিল্প সম্মেলনেও দেখা গিয়েছে সৌরভকে। তিনি এখন ক্রিকেট প্রশাসনে নেই। শিল্পপতি হয়ে ওঠার লক্ষ্যেই চন্দ্রকোনায় ইস্পাত কারখানার জন্য জমি নেন সৌরভ। কিন্তু তাঁকে এক টাকায় জমি দেওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। সৌরভ জমি পাওয়ার পরেও ইস্পাত কারখানার কাজ কিছুই শুরু হয়নি। যা নিয়ে ব্যঙ্গ করে রাজ্যের বিরোধী দলগুলি। ২০১৩ সালে যখন রাজ্যে একের পর এক চিটফান্ড সংস্থার মুখোশ খসে পড়তে থাকে, তখন প্রয়াগ সংস্থাও বিপাকে পড়ে। এরপর এই চিটফান্ড সংস্থার জমি বাজেয়াপ্ত করে রাজ্য সরকার। কিন্তু সৌরভকে সেই জমি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াগে আমানতকারীরা। তাঁরা প্রাপ্য অর্থ দাবি করেন। প্রয়াগ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, ওই জমি লিজে তাদের হাতে আছে। তা সত্ত্বেও তাদের কিছু না জানিয়ে কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই হস্তান্তর করেছে রাজ্য সরকার। প্রয়াগ সংস্থা আরও জানিয়েছে, চন্দ্রকোনায় ফিল্ম সিটির জন্য মোট ৭৫০ একর জমি নেওয়া হয়েছিল। আমানতকারীদের দাবি, ফিল্ম সিটি প্রকল্পে তাঁদের ২৭০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। তাঁরা প্রয়াগ সংস্থার কাছ থেকে টাকা ফেরত চেয়ে মামলা দায়ের করেছিলেন। এখনও সেই মামলা বিচারাধীন। এই অবস্থাতেই সৌরভকে এক টাকায় জমি দিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে জনস্বার্থ মামলায় হাইকোর্ট যে নির্দেশ দিল, তাতে রাজ্য সরকার বিপাকে পড়ে গেল। সৌরভের পক্ষেও আপাতত কারখানা গড়া সম্ভব হচ্ছে না। আইনি জটিলতা না মেটা পর্যন্ত জমির ভাগ্য নির্ধারিত হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টাটার পর বাংলা থেকে চলে গেল আরও এক শিল্প? ইস্পাত কারখানার প্ল্যানিং থেকে সরে এলেন সৌরভ গাঙ্গুলি!

গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা, অল্পের জন্য এড়ালেন আঘাত

আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসে থাকছেন না, নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়