চাকরির পর এবার একাধিক সুবিধা খর্ব।

সাধারণত, চাকরি থেকে অবসর নেওয়ার পর, পেনশনের উপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন বহু মানুষ। এমনকি, সেই টাকায় সংসারও চলে অনেকের। কিন্তু এবার এই পেনশন এবং অবসরকালীন সুবিধা নিয়েই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

রাজ্যের এক শ্রেণির কর্মীদের পেনশন এবং অবসরকালীন সুবিধায় পরিষ্কার নিষেধাজ্ঞা জারি করল উচ্চ আদালত। সম্প্রতি বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চের তরফে এই রায় দেওয়া হয়েছে। বাম জমানায় রাজ্যের সকল পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা কোনও পেনশন এবং অবসরকালীন অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা পাবেন না। রাজ্যের (Government of West Bengal) অনুমোদন ছাড়া শুধুমাত্র যাদের পুর বোর্ডের অনুমোদন নিয়ে নিয়োগ করা হয়েছে, শুধু সেই সকল কর্মীদের ক্ষেত্রেই সেই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

এই বিষয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের অনুমোদন ছাড়া কেবলমাত্র পুরসভার অনুমতি দিয়ে যে সকল কর্মীদের নিয়োগ করা হয়েছে, তারা আদতে কোনওভাবেই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নন।

মূলত, বাম জমানায় পশ্চিমবঙ্গের একাধিক পুরসভায় কয়েক লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল। পুর বোর্ডের অনুমতি থাকলেও, অনেকেই আবার রাজ্যের অনুমোদন পাননি। এতদিন অবধি পুরসভার ফান্ড থেকে তাদের মাইনে দেওয়া হতো। কিন্তু এদিকে পুর আইন বলছে, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের রীতিমতো বাধ্যতামূলক।

আর এবার তাদের পেনশন এবং অবসরকালীন আর্থিক সুবিধা নিয়েই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গেছে, রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক বিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন এই মামলাকারী। তাঁর প্রয়াণের পর পেনশন এবং অবসরকালীন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী।

এও জানা যায় যে, সেই মামলাও পত্রপাট খারিজ করে দেওয়া হয়েছে। আদালত জানিয়ে দিয়েছে, পুরসভা চুক্তিতে নিয়োগ করার পর রাজ্যের থেকে অনুমোদন নিয়ে ওই পদটিকে রেগুলারাইজ করা হয়নি। ঠিক সেই কারণেই, পুর আইন অনুযায়ী তিনি কোনও সুযোগ-সুবিধা পাবেন না।

এদিকে এই মামলায় পুরসভার আইনজীবী অর্ক নাগ এবং শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত ২০১১ সালের পর, নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নানান রক্ষাকবচ প্রদান করা হয়েছে। সেইসঙ্গে, তৃণমূল জমানায় নিয়োগ করা বহু চুক্তিভিত্তিক কর্মীকে অনুমোদনও দিয়েছে রাজ্য।

কিন্তু এবার বাম জমানায় রাজ্যের সকল পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের পেনশন সহ অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধায় সোজা না বলে দিল হাইকোর্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।