Canning Latest News: পাম্প ফেটে ছিটকে পড়ল গরম জল! গুরুতর জখম এক পরিবারের ৪ জন, চাঞ্চল্য গোটা এলাকায়

ধান সেদ্ধ করার সময় পাম্প ফেটে গুরুতর আহত হলেন ৪ জন। ঘটনাটি ঘটে ক্যানিং থানার উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। আহতদের মধ্যে দুই মহিলা, একজনের অবস্থা আশঙ্কাজনক।

Share this Video

ধান সেদ্ধ করার সময় পাম্প ফেটে গুরুতর আহত হলেন ৪ জন। ঘটনাটি ঘটে ক্যানিং থানার উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। আহতদের মধ্যে দুই মহিলা, একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কে গোটা এলাকা।

Related Video