'বিজেপির নেতাদের মত আচরন সিবিআই ও ইডি-র' বিস্ফোরক মন্তব্য করলেন মমতার

ওড়িশা সফরে যাওয়ার আগে বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার। মমতা বলেন, ‘এবারেও বাজেটে বাংলাকে একটা পয়সা দেয়নি। একমাত্র বাংলাকেই কিছু দেওয়া হয়নি। আবাস যোজনায় টাকা দেয়নি। দেয়নি আগের বকেয়া টাকাও। ৫৫ লক্ষ বাড়ির টাকা বাকি পড়ে রয়েছে।’

/ Updated: Mar 21 2023, 09:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ওড়িশা সফরে যাওয়ার আগে বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার। মমতা বলেন, 'এবারেও বাজেটে বাংলাকে একটা পয়সা দেয়নি। একমাত্র বাংলাকেই কিছু দেওয়া হয়নি। আবাস যোজনায় টাকা দেয়নি। দেয়নি আগের বকেয়া টাকাও। ৫৫ লক্ষ বাড়ির টাকা বাকি পড়ে রয়েছে। ১২ হাজার গ্রামের খারাপ রাস্তা সারিয়ে নতুন করে দিচ্ছি আমরা। সব নিজেদের টাকায় করছি। ১০০ দিনের কাজ, রাস্তা, আবাস নিয়ে কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই। মাস ছয়েক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। অমিত শাহ এসেছিলেন, তাঁকেও বলেছি। বার বার লিঠি লিখে বলা হয়েছে। তা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে, বিজেপি-র কথায় খালি কিছু টিম পাঠিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সিবিআই ডিরেক্টরই এখন বিজেপি-র স্থানীয় সভাপতি যেন! ইডি-রও তাই।'