সংক্ষিপ্ত

অভিযুক্তদের মধ্যে এই প্রথম জামিন পেলেন ফারুক আকুঞ্জি। ফারুক আকুঞ্জির শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে বসিরহাট আদালত। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে।

গত ২৭ মে এই মামলায় বসিরহাট আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম ছিল, শেখ শাহাজাহান, শেখ আলমগির, দিদার বক্স মোল্লা, মহম্মদ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, সিরাজউদ্দিনের। সেই চার্জশিটেই নাম ছিল ফারুক আকুঞ্জির। এই ফারুক সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা।

উল্লেখ্য, সন্দেশখালির অভিযুক্তদের মধ্যে এই প্রথম জামিন পেলেন ফারুক আকুঞ্জি। ফারুক আকুঞ্জির শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে বসিরহাট আদালত। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। পাশাপাশি তাকে বেশ কিছু শর্তও দিয়েছে আদালত।

এদিন আদালত ফারুককে জামিনে মুক্তি দিলেও একাধিক শর্ত দেওয়া হয়েছে। বসিরহাট আদালত জানিয়েছে আপাতত সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। তিনি কখন কোথায় থাকছেন, কোথায় যাচ্ছেন সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে। পাশাপাশি সপ্তাহে দু’দিন করে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে ফারুককে।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্ত করতে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেখানে তৃণমূল নেতা শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা।

৫ জানুয়ারির ঘটনায় আহত হয়েছিলেন একাধিক ইডি অফিসার। সেই ঘটনায় ইডির অভিযোগের ভিত্তিতে ন্যাজাট থানায় মামলা দায়ের হয়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশও। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার পায় তদন্তকারী সংস্থা CBI.

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।