সংক্ষিপ্ত

তথ্য লোপাটের দায়ে সিবিআই হেফাজতে! অবশেষে টালা থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ

আরজিকর তরুণী ধর্ষণ ও খুন মামলা তথ্য লোপাটের দায়ে গ্রেফতার করা হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এবার সাসপেন্ড করা হল তাঁকে। তাঁর সাসপেনশন নিয়ে বহু প্রশ্ন উঠেছিল অবশেষে বুধবার সাসপেন্ড কর হল তাঁকে।

দিন দুয়েক আগে অভিজিতের বাড়িতেও যান কলকাতা পুলিশের অধিকর্তারা। তাঁর স্ত্রীকে বলে আসেন অভিজিৎ বাবুর পাশে কলকাতা পুলিশ আছে। কিন্তু তার পরেও আজ অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের পক্ষ থেকে।

তবে সিবিআই কোনও পুলিশকে গ্রেফতার করলে তাকে সাসপন্ড করতে হয় এমনই নিয়ম রয়েছে। তাই নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নিতে বাধ্য কলকাতা পুলিশ।

১৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় অভিজিৎ মণ্ডলকে। এরপর বুধবার তাকে অবেশেষে সাসপেন্ড করা হল। তথ্য লোপাটের দায়ে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সিবিআই সূত্রে খবর, পাশাপাশি সিবিআইয়ের রিম্যান্ড লেটারে উল্লেখ রয়েছে যে, মৃত তরুণাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করা হওয়ার পরেও এফআইআর এ তাকে অচৈতন্য বলে উল্লেখ করা হয়েছে। এই নিয়েও রহস্য দানা বেঁধেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের মনে।

অন্যদিকে সকাল ১০ টায় খবর পেলেও রাত ১১.১৩ নাগাদ অভিযোগ দায়ের করা হয় কেন? এফআইআর দায়ের করতেই এত দেরি কেন? কাকে আড়াল করার চেষ্টা করছিলেন ওসি? এই সময়ের মধ্যে বহু তথ্য লোপাট হয়ে গিয়েছে বলেই অনুমান করা হচ্ছে সিবিআইয়ের তরফে

                    আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।