Charak Utsav: পালিত হচ্ছে হাওড়ার বাকসাড়ায় শতবর্ষ প্রাচীন চড়ক মেলা ও গাজনের উৎসব

হাওড়ার বাকসাড়া অঞ্চলে ১০০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে চড়ক উৎসব। করোনা আবহে ২ বছর বড় আকারে পালন করা যায়নি এই উৎসব। তবে গত বছর থেকে আগের মতোই হয়ে আসছে চড়কের মেলা ও গাজন। 

/ Updated: Apr 13 2023, 01:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হাওড়ার বাকসাড়া অঞ্চলে ১০০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে চড়ক উৎসব। করোনা আবহে ২ বছর বড় আকারে পালন করা যায়নি এই উৎসব। তবে গত বছর থেকে আগের মতোই হয়ে আসছে চড়কের মেলা ও গাজন। স্থানীয় বাসিন্দারা সন্ন্যাস গ্রহণ করে এক মাস ধরে বাড়ি বাড়ি ঘুরে চাল, সবজি, টাকা সংগ্রহ করেন। চড়কের ২ দিন আগে থেকে শুরু হয় ঝাঁপ। ৩ দিন ধরে আলাদা ৩টি জায়গায় চলে ঝাঁপ। এই রীতি শেষ হয় চড়কের দিন চড়কতলায় ঝাঁপের মাধ্যমে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উৎসব ঘিরে বিশেষ উৎসাহ দেখা যায়। মেলার পরিসর ছোট হয়ে এলেও, জনসমাগম এতটুকু কমেনি। এবারও চড়়ক মেলার প্রস্তুতি শেষপর্যায়ে। জিলিপি এই মেলার বিশেষ আকর্ষণ।