
গেট খুলে দিতেই তাণ্ডব...সব শেষ! চম্পাহাটিতে তীব্র চাঞ্চল্য
Champahati Gold Shop : চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। মঙ্গলবার দুপুরে ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ তিনজন হেলমেট পরা দুষ্কৃতী ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুষ্কৃতীরা বাইকে করে আসে এবং প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নিয়ে যায়। যাওয়ার আগে দোকানের সিসিটিভি হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা, যাতে তদন্তে বাধা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ।