Howrah Charak Utsav : হাওড়ার বাকসাড়ায় রীতি মেনে চলছে চড়ক উৎসব, দেখুন ভিডিও
হাওড়ার বাকসাড়ায় রীতি মেনে চলছে চড়ক উৎসব। এক মাস আগে থাকতেই শুরু হয়ে যায় প্রস্তুতি। শনিবার চড়কের আগে বৃহস্পতিবার রাতে হয়ে গেল সন্ন্যাসীদের ঝাঁপ। বহু মানুষ এই ঝাঁপ দেখতে ভিড় জমান।
হাওড়ার বাকসাড়ায় রীতি মেনে চলছে চড়ক উৎসব। এক মাস আগে থাকতেই শুরু হয়ে যায় প্রস্তুতি। শনিবার চড়কের আগে বৃহস্পতিবার রাতে হয়ে গেল সন্ন্যাসীদের ঝাঁপ। বহু মানুষ এই ঝাঁপ দেখতে ভিড় জমান। সন্ন্যাসীদের ছোড়া ডাব নেওয়ার জন্য বিপুল উৎসাহ দেখা যায়। হরিলুটের বাতাসা নেওয়ার জন্য তো রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বাকসাড়ায় ১০০ বছরেরও বেশি সময় ধরে চলছে চড়ক উৎসব চড়কের দিন মেলা বসে। স্থানীয় বাসিন্দারা সেই মেলায় ভিড় জমান।