- Home
- West Bengal
- West Bengal News
- অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ বছরে ফুলেফেঁপে উঠেছেন, নগদ থেকে স্থাবর সম্পত্তি বেড়েছে কয়েক গুণ
অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ বছরে ফুলেফেঁপে উঠেছেন, নগদ থেকে স্থাবর সম্পত্তি বেড়েছে কয়েক গুণ
- FB
- TW
- Linkdin
অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবারের তিন বারের তৃণমূল কংগ্রেস সাংসদ। তৃণমূল কংগ্রেসের নম্বর টু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। রাজ্যরাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ মুখ। একাধিক দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে বিরোধীরা।
অভিষেকের সম্পত্তি
নির্বাচনী হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা নগদের পরিমাণ প্রচুর বেড়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী অভিষেকের হাতে পাঁচ বছর আগে ৯২ হাজার ৫০০ টাকা ছিল। বর্তমানে তাঁর হাতে রয়েছে ৭৩ হাজার ৩৩৫ টাকা।
অভিষেকের স্ত্রী সন্তানদের নগদ
তবে নির্বাচনী হলফনামা অনুযায়ী স্ত্রী রুজিরার হাতে কোনও নগদ টাকা নেই। কিন্তু তাঁর দুই ছেলে মেয়ের হাতে নগদ টাকা রয়েছে। তাঁর দুই সন্তান তাঁর ওপর নির্ভরশীল বলেও হলফনামায় জানিয়েছেন। এক জনের হাতে ৬০ ও একজনের হাতে ৬১ হাজার টাকার রয়েছে।
অভিষেকের স্থাবর সম্পত্তি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ে নির্বাচনী হলফনামা অনুযায়ী পাঁচ বছরে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়েছে। পাঁচ বছর আগে ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকার সম্পত্তি ছিল. এখন তা হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা।
স্ত্রীর স্থাবর সম্পত্তি
২০১৯ সালে স্ত্রীর স্থাবর সম্পত্তি ছিল ৩৫ লক্ষ ৯৭ হাজার ৬৬৪ টাকা। এখন তা হয়েছে ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা।
সন্তানদের স্থাবর সম্পত্তি
নির্বাচনী হলফনামা অনুযায়ী দুই সন্তানের স্থাবর সম্পদের পরিমাণ ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা।
অভিষেকের সোনাদানা
নির্বাচনী হলফনামা অনুযায়ী অভিষেকের সোনার পরিমাণ পাঁছ বছরে একই রয়েছে। অভিষেকের সোনার পরিমাণে ৩০ গ্রাম। স্ত্রীর সোনার পরিবাণ ৬৫৮ গ্রাম।
অস্থাবর সম্পত্তি
পাঁচ বছর আগের মতই এবারও অভিষেক ও তাঁর স্ত্রীর অস্থাবর নেই।
ধারদেনা অভিষেকের
একটি আর্থিক সমস্থা থেকে ৬০ লক্ষ টাকা দেনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
ফৌজদারি মামলা
পাঁচ বছর আগে অভিষেকের নামে কোনও ফৌজদারি মামলা ছিল না। এবার রয়েছে দুটি মামলা।