ফের 'গুজব!' রণক্ষেত্র হয়েছিল বিরাটী স্টেশন! মহিলা আসলে শিশুটির মা, জানাল জিআরপি

দত্তপুকুর লোকালে ব্যাগে করে 'বাচ্চা চুরি' ঘটনা গোটাটাই 'গুজব!' এদিন প্রাথমিক তদন্তের পর জানিয়ে দিল জিআরপি। ঘটনার জেরে এদিন তীব্র চাঞ্চল্য ছড়ায় বিরাটি স্টেশনে! শিশুটি তার মায়ের কোলেই ছিল, ব্যাগে নয়!

/ Updated: Jun 26 2024, 08:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দত্তপুকুর লোকালে ব্যাগে করে 'বাচ্চা চুরি' ঘটনা গোটাটাই 'গুজব!' এদিন প্রাথমিক তদন্তের পর জানিয়ে দিল জিআরপি। ঘটনার জেরে এদিন তীব্র চাঞ্চল্য ছড়ায় বিরাটি স্টেশনে! শিশুটি তার মায়ের কোলেই ছিল, ব্যাগে নয়! মহিলা মানসিক বিকারগ্রস্থ বলেই অনুমান। শিশুটি আপাতত সিডব্লিউসি-এর কাছে রয়েছে। শিশুটির মায়ের মেডিকেল টেস্ট করানো হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে জিআরপি