Chinsurah : জীবনের ঝুঁকি নিয়ে জল থেকে অনেককে বাঁচিয়েছেন, আজ নিজেই তলিয়ে গেলেন

Hooghly Death News : চুঁচুড়ার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া প্রৌঢ় সুরেন্দ্র সাহানির (৫০) নিথর দেহ উদ্ধার হল ২৪ ঘণ্টা পর। আজ সকাল সাড়ে দশটা নাগাদ চাপদানি গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার করে আনা হয় চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে।

Share this Video

Hooghly Death News : চুঁচুড়া বড়বাজারের বাসিন্দা সুরেন্দ্রবাবু প্রতিদিন শরীরচর্চার পর গঙ্গায় স্নান করতেন। স্থানীয়রা জানান, তিনি দক্ষ সাঁতারু ছিলেন ও বহুজনকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন। পরিবার মনে করছে, স্নানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বলেই আর জল থেকে উঠতে পারেননি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল সকালে বাইক নিয়ে তিনি লঞ্চঘাটে যান। আজ তাঁর দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত।

দেহটি চুঁচুড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরেন্দ্র সাহানির অকালমৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Video