ওভারলোডিং এর বাহানায় ১০,০০০ টাকা দাবি সিভিক ভলান্টিয়ারের, প্রতিবাদ করলে মিথ্যে অভিযোগের চেষ্টা

ওভারলোডিং এর বাহানায় গাড়ির চালককে ১০,০০০ টাকা দাবি করে সিভিক ভলান্টিয়ার। গাড়ির চালক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তার উপর মারধর করার মিথ্যে অভিযোগ চাপানোর চেষ্টা করা হয়।

| Updated : Mar 30 2025, 10:33 AM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ওভারলোডিং এর বাহানায় গাড়ির চালককে ১০,০০০ টাকা দাবি করে সিভিক ভলান্টিয়ার। গাড়ির চালক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তার উপর মারধর করার মিথ্যে অভিযোগ চাপানোর চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে রাজবাঁধ গোপালপুর টোলপ্লাজার কাছে। ঘটনার ভিডিও পোস্ট করে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। 

Related Video