Nadia News Today : জলে ভাসছে ক্লাসরুম! একই ঘরে চলছে তিনটি ক্লাস! কবে মিলবে মুক্তি?
নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার প্রাথমিক বিদ্যালয়ে হাটু জল। সেই হাঁটু জলেই চলছে ক্লাস। ক্লাস রুমে জল থাকার কারণে একই ঘরে চলে ৩টি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। দীর্ঘ দিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাও।
নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার প্রাথমিক বিদ্যালয়ে হাটু জল। সেই হাঁটু জলেই চলছে ক্লাস। ক্লাস রুমে জল থাকার কারণে একই ঘরে চলে ৩টি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস।এই ঘটনা একদিনের নয়, দীর্ঘ দিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাও। স্থানীয় বিডিও-কে জানিয়েও কোন সুরাহা হয়নি এখনও। যদিও এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা জানিয়েছেন, ঘটনা তা সত্যি তবে আমরা পরিকল্পনা করছি যত দ্রুত সম্ভব আই সমস্যার সমাধান করার। তিনি আশ্বাস দেন যে বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে বৃষ্টি কমলেই কাজ শুরু হবে।