
'বিজেপি দালালি করে, ভোট আসছে নাটক শুরু হবে' কেন বললেন! মোক্ষম চাল মমতার
‘আপনারা চিন্তা করবেন না, দিদি আছে আপনাদের সঙ্গে। আমি বিজেপি নই, বলেছিল সব চা বাগান খুলে দেবে। ভোটের আগে বলেছিল ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবে। ফের লোকসভা ভোট আসছে ওদের নাটক শুরু হবে।’
'আপনারা চিন্তা করবেন না, দিদি আছে আপনাদের সঙ্গে। আমি বিজেপি নই, বলেছিল সব চা বাগান খুলে দেবে। ভোটের আগে বলেছিল ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবে। ফের লোকসভা ভোট আসছে ওদের নাটক শুরু হবে। বিজেপিকে বিশ্বাস করবেন না। ৪৩ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়েছি। ২৪ ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ ২০ হাজার বাড়িতে জল পৌঁছে যাবে। ১২ ডিসেম্বরের মধ্যে খরিপ চাষের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।' আলিপুরদুয়ারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের