'ওরা ভাবে সব হয়তো দিদি খাবে' তাহলে কতটা খান মমতা, সেটা নিজেই জানালেন

‘জয়নগরে কেন এসেছি জানেন? জয়নগরের এমএলএ আমায় অনেক জয়নগরের মোয়া পাঠায়। আমি নিজে সেগুলো খেলে মোটা হয়ে যাব। তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে।’

/ Updated: Jan 10 2024, 01:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'জয়নগরে কেন এসেছি জানেন? জয়নগরের এমএলএ আমায় অনেক জয়নগরের মোয়া পাঠায়। আমি নিজে সেগুলো খেলে মোটা হয়ে যাব। তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে। দিদি তো শুধু সকালেই একবার খায়। আর রাতে একবার খায়। তাছাড়া দিদি আর অন্য কিছু খায় না। এটা আজকের নয় অনেক দিনের অভ্যাস। মমতার এই কথা শুনে শ্রোতারা হাততালি দিয়ে উঠলেন। জয়নগরের মোয়া ব্যবসায়ী ও কারিগরদের কুর্নিশ জানালেন মমতা। মমতা বলেন, 'জয়নগরে একটি মোয়ার হাব তৈরি করা হচ্ছে।'

Read more Articles on