সংক্ষিপ্ত

বুধবার প্রথমেই নবান্নের ছয় তলায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানকার কাজকর্ম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তারপরই ১২ তলায় অর্থ দফতরে পৌঁছন তিনি।

বুধবার নবান্নে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী। একাধিক দফতরে এদিন সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্যসচিবও। এদিন নবান্নের অর্থ দফতরের সচিবের সঙ্গে কথাও বলেন তিনি। এছাড়াও বিভিন্ন দফতরের কাজকর্ম খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রথমেই নবান্নের ছয় তলায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানকার কাজকর্ম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তারপরই ১২ তলায় অর্থ দফতরে পৌঁছন তিনি। সেখানে অর্থ সচিবের সঙ্গে একটি ছোট বৈঠকও করেন তিনি।

নবান্নের বিভিন্ন দফতরের কাজকর্ম ঠিকভাবে হচ্ছে কি না তা দেখতেই এই সারপ্রাইজ ভিজট বলে জানা যাচ্ছে। তবে উল্লেখ্য, এদিন DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটে কোন কোন কর্মীরা অনুপস্থিত ছিলেন সেই বিষয়টিও জানতে চান মুখ্যমন্ত্রী। এছাড়া বিভিন্ন দফতরে কেন একাধিক ফাইল পড়ে রয়েছে সে বিষয়ও জানতে চান মমতা। উল্লেখ্য সম্প্রতি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মমতা। সপ্তাহের বিভিন্ন কর্মব্যস্ত দিনে মিটিং মিছিলের ফলে সরকারি কাজ ব্যহত হচ্ছে বলেও জানান তিনি। এর ফলে মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন মমতা। এরমধ্যেই এই নবান্ন পরিদর্শন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডিএ যে বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক। সেবিষয়ও স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন,'অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল, এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? রোজ শুধু না করার হুঙ্কার, আমি সহানুভূতিশীল।' এই সব ঘটনাকে আন্দোলনকারীদের চাকরি চলে যাওয়ার কারণও হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন এত কিছু সত্ত্বেও রাজ্য সরকার কাউকে বরখাস্ত করেনি। সোমবার মুখ্যমন্ত্রী বলেন,'কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন।' পাশাপাশি তিনি এও বলেন,'ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। টাকা থাকলে ভালোবেসে দিতাম।'