সংক্ষিপ্ত
সুকান্ত মজুমদার বলেন, বিজেপির সদস্য হলেই সরকারের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার চরা পাবেন মহিলারা। কালনা শহরের পুরশ্রী এলাকায় দলীয় অনুষ্ঠানে
অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদরের মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। কানলার একটি অনুষ্ঠানে দিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুকান্ত মজুমদার। বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান চলছিল কানলায়। দলীয় অনুষ্ঠানে প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুকান্ত।
সুকান্ত মজুমদার বলেন, বিজেপির সদস্য হলেই সরকারের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার চরা পাবেন মহিলারা। কালনা শহরের পুরশ্রী এলাকায় দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, ' মহিলারা কেন বিজেপির সদস্য হবেন? কারণ সদস্য হলে তাঁরা অন্নপূর্ণ প্রকল্পের ৩ হাজার টাকা করে পারেন।' সদস্যপদ সংগ্রহের পাশাপাশি এদিন দলীয় সংগঠনেরও কর্মসূচি ছিল। সেখানেই উপস্থিত হয়ে এমন কথা বলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টি বিজেপি অন্নপূর্ণা প্রকল্প চালু করার কথা বলেছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে অন্নপূর্ণা প্রকল্পকেই প্রধান প্রতিশ্রুতি হিসেবে রেখে ভোট বাড়াতে মরিয়া চেষ্টা করেছে বিজেপি। বিজেপি নেতাদে কথায় গেরুয়া শিবির যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যে অন্নপূর্ণা প্রকল্প চালু করেবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের দেওয়া হবে ৩০০০ হাজার টাকা। এখন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সধারণ মহিলাদের মাসে ১০০০ টাকা ও পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেয়।
বিজেপি নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের কথায় বিজেপি টাকার বিনিময় সদস্যপদ কিনতে চাইছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে গুঞ্জন ভোটের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ান হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।