Newton Das: বাংলাদেশের কোটা আন্দোলনের ছাত্রনেতা নিউটন দাস আবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটারও। ২০১৪ সালে চোরাপথে ভারতে ঢোকে। তারপর থেকে ধীরে ধীরে ঘনিষ্ট হয়ে ওঠে তৃণমূলের।

তৃণমূল কংগ্রেস ছাত্রনেতার ছায়াসঙ্গী নিউটন দাস বাংলাদেশি না ভারতীয়? এবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে। পাশাপাশি নিউটন দাসকে নিয়ে প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলও। সবমিলিয়ে নিউটন-কাণ্ডে জেরবার তৃণমূল কংগ্রেস। বাংলাদেশি ছাত্রনেতা হিসেবে একদিকে যেমন পরিচিতি নিউটন দাসের তেমনই কাকদ্বীপের ভোটারও তিনি।

নিউটন কোন দেশের নাগরিক

বাংলাদেশের কোটা আন্দোলনের ছাত্রনেতা নিউটন দাস আবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটারও। ২০১৪ সালে চোরাপথে ভারতে ঢোকে। সুন্দরবনের কাকদ্বীপে এসে তৃণমূলের ছত্রছায়ায় বেড়ে ওঠা। তারপরে তৃণমূল নেতাদের হাত ধরে কাকদ্বীপের এক এক করে আধার কার্ড,রেশন কার্ড,ভোটার কার্ড তৈরি করে। তৃণমূলের পরশে বেড়ে উঠে তৃণমূলের সম্পদ হয়ে দাঁড়ায় নিউটন দাস। বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি বিরোধীদের। তবে ২০২১ সালে চোরাপথে সীমন্ত পার হতে গিয়ে একবার হাতেনাতে ধরাও পড়েছিল নিউটন। গ্রেফতার নিউটনকে ছাড়াতে মরিয়া চেষ্টা করেছিল স্থানীয় টিএমসিপি নেতারা। কাকদ্বীপের স্থানীয় এক তৃণমূল ছাত্র নেতার রেস্তোরাঁর ব্যবসাতেও পার্টনার নিউটন। যদিও সেই নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশের পাসপোর্ট আর ভারতীয় ভোটার কার্ড

তবে সবথেকে চাঞ্চল্যকর বিষয় যেটা সেটা হল ২০২১ সালে নিউটন যখন বনগাঁ সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে আসছিল সেই সময়ই ধরা পড়ে যায়। জেরা করে বিএসএফ। সেই সময় তারকাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের পাসপোর্ট আর ভারতীয় ভোটার কার্ড। একই সঙ্গে উদ্ধার হয়েছিল ভারতের নাগরিক পরিচয়পত্র আধার কার্ডও। ছিল প্যনকার্ডও। স্থানীয়দের অভিযোগ সেই সময় কাকদ্বীপের তৃণমূল নেতা দেবাশিস দাস নিউটনের জামিনের জন্য একাধিকবার বনগাঁ দিয়েছিল। যদিও তিন মাস জেল খাটতে হয়েছিল নিউটনকে।

বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিউটন

গতকালই কাকদ্বীপে হদিশ পাওয়া গিয়েছিল বাংলাদেশি ভোটার নিউটন দাসের। বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের সংরক্ষণ বিরোধী অগস্ট আন্দোলন বা ছাত্র আন্দোলন- এ অংশ নিয়েছেন নিউটন। অবশ্য গতকালই নিউটন একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, এইসব ছবি ভুয়ো। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবিতে কাকদ্বীপের টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গেও দেখা গিয়েছে নিউটন দাসকে। বাংলাদেশ কোটা আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন,ভারত বিরোধী আন্দোলন। প্রত্যেকটা ছাত্র আন্দোলনে লাঠি হাতে বাংলাদেশে অগ্রণী ভূমিকায় তাকে দেখা গেছে। বাংলাদেশে আন্দোলন করছে অথচ কাকদ্বীপে বসে তৃণমূলের সম্পদ হয়ে আছে। কার আশীর্বাদ তার মাথায়? এই নিয়ে শুধু কাকদ্বীপ মহলে নয় সমস্ত বিরোধী রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয় । কখনো বিধায়ক মন্টুরাম পাখিরার পাশে দেখা গেছে, কখনো জন্মদিনে তৃণমূল নেতাদের পাশে দেখা গেছে। কখনো তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখা যাচ্ছে।