Child Trafficking:মাত্র ৬০০ টাকার বিনিময় নিজের কোলের সন্তানকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার দম্পতি। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে।
Child Trafficking: পাঁচ বা ১০ হাজার টাকার বিনিময় নয়! এবার মাত্র ৬০০ টাকার বিনিময় নিজের কোলের সন্তানকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার দম্পতি। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে। মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইনের শ্রমিক মহন্নায় এক দম্পতি এক মাসের শিশুকে বিক্রি করতে নিয়ে যায়। স্থানীয়রা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন। খবর দেওয়া হয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দম্পতি শিশু পাচারচক্রের সঙ্গে যুক্ত।
চা বাগানের শ্রমিক লাইন থেকে দম্পতি কোনও রকমে পালিয়ে চলে আসেন মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনে। তাদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজন রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসেন। সেখানকার মানুষদের জানান ওই দম্পতি বাচ্চা বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছে। এই খবর জানাজানি হতেই স্থানীয়রা জড়ো হয়। দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। মহিলা নিজের নাম ধাম পরিচয় দেন। কিন্তু আধার কার্ডে মহিলার স্বামীর জায়গায় অন্য নাম লেখা রয়েছে। অন্যদিকে মহিলার যে ব্যক্তি ছিলেন তিনি নিজেকে মহিলার স্বামীর হিসেবে পরিচয় দিলেও আধার কার্ডের তথ্য অন্য কথা বলে। মহিলার নাম অনিতা ওঁরাও। আর পুরুষের নাম রাদেশ মিশ্র। একজন বানারহাটের কারবেলা বাগানের বাসিন্দা। অন্যজন দেবপাড়া চাবাগানের বাসিন্দা।
যাইহোক দম্পতির সঙ্গে যে শিশুটি ছিল তার বয়স মাত্র ২২ দিন। দম্পতি ধরা পড়ার পড়ে শিশু বিক্রির কথা অস্বীকার করে। তারা জানায় তারা শহরে যাচ্ছে ডাক্তার দেখাতে। শিশু বিক্রির অভিযোগও অস্বীকার করে। যদিও স্থানীয়রা দাবি করেছে মহিলা প্রথমে কোলের শিশুটিকে বিক্রি করার চেষ্টা করেছিল। প্রথমে ৫০ হাজার টাকা দাম হেঁকেছিল। তারপর কেউ রাজি না হওয়ায় ১০ হাজার টাকায় বিক্রি করার কথাও বলে। তারপরই মাত্র ৬০০ টাকায় শিশু বিক্রির কথা বলে। বর্তমানে দুজনেই পুলিশের জালে পড়ে। পুলিশ সূত্রের খবর শিশুটি তাদের না চুরি করে অন্য জায়গা থেকে এনেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
