দেহ সৎকার সেরে ফেরার পথে ঘটলো দুর্ঘটনা! বাঁশ চাপা পড়ে মৃত ১ আহত ৪

দেহ সৎকার করে ফেরার পথে পথ দুর্ঘটনার মুখোমুখি শ্মশান যাত্রীদের গাড়ি। একটি বাঁশ বোঝাই লড়ির সঙ্গে ধাক্কা। দুর্ঘটনায় মৃত ১ আহত ৪।

Share this Video

দেহ সৎকার করে ফেরার পথে পথ দুর্ঘটনার মুখোমুখি শ্মশান যাত্রীদের গাড়ি। একটি বাঁশ বোঝাই লড়ির সঙ্গে ধাক্কা। দুর্ঘটনায় মৃত ১ আহত ৪। চাকদাহ থানার শিমুৱালী চাদুরিয়া এলাকার বাসিন্দা এক বৃদ্ধার শনিবার মৃত্যু হয়। তাঁকে নিয়ে স্থানীয় মানুষজন তাঁর দেহ দাহ করতে নবদ্বীপ শ্মশানে যান। সেখান থেকে ফেরার পথে ১২ নম্বর জাতীয় সড়কে তাদের গাড়িকে পিছন থেকে ওই বাঁশ বোঝাই লড়ি ধাক্কা মারলে লড়িতে থাকা বাঁশ শ্মশানযাত্রীদের গাড়ির ওপর পড়ে যায়। বাঁশ চাপা পড়ে একজনের মৃত্যু হয় ও ৪ জন গুরুতর আহত হন। তাঁদের কল্যাণীর হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক গাড়ি দুটি আটক করেছে শান্তিপুর পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম গোপাল সিকদার। বাড়ি চাকদা থানার চাদুরিয়া পশ্চিম ঘোষ পাড়ায়।

Related Video