
Crime News : খুন না আত্মহত্যা? রেশমির দেহ উদ্ধারের পর থেকেই থানা থেকে পালিয়েছে SI সায়ন
Crime News : ক্যানিং থানার কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মহিলা হোম গার্ডের দেহ। এসআই সায়নের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নাকি খুন? চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। তদন্তে ক্যানিং থানার পুলিশ।
Crime News : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কোয়ার্টার থেকে উদ্ধার হলো মহিলা হোম গার্ড গুলজান পারভীন মোল্লার দেহ। এই ঘটনায় থানারই সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এই মৃত্যু কি না, তা নিয়ে বাড়ছে রহস্য।