- Home
- West Bengal
- West Bengal News
- Cyclone Dana: ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'ডানা'? হাওয়া অফিস জানাল ঝড়ের ঠিকানা
Cyclone Dana: ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'ডানা'? হাওয়া অফিস জানাল ঝড়ের ঠিকানা
- FB
- TW
- Linkdin
ঘূর্ণিঝড়ের বার্তা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল মঙ্গলবার সকালেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পরে। তারপর তা শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যেই তৈরি হতে পরে ঘূর্ণিঝড়ে।
ঘূর্ণিঝড় ডানা
আলিপুর হাওয়া অফিস বলেছে, নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সেটির নাম হবে ডানা। নাম রেখেছে করাত। 'ডানা' শব্দের অর্থ হল মুক্ত।
ঘূর্ণিঝড়ের গতিবিধি
আলিপুর হাওয়া অফিস জনিয়েছে, বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগারে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তারপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
ঘূর্ণিঝড়ের গতিবিধি
হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বৃহস্পতিবার , ২৪ অক্টোবর সেটি সকালেই বাংলা ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে।
বৃহস্পতিবারই ল্যান্ডফল
আলিপুর হাওয়া অফিসের প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে ২৫ অক্টোবর শুক্রবার সকালের মধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে ডানা।
ল্যান্ডফলের স্থান
হাওয়া অফিসের মতে বাংলার সাগরদ্বীপ থেকে শুরু করে ওড়িশার পুরীর মধ্যবর্তী কোনও জায়গায় সেটি স্থলভাগে আছড়ে পড়বে।
ঘূর্ণিঝড়ের গতিবেগ
হাওয়া অফিস জানিয়েছে,উপকূলীয় এলাকায় ঝড়ের গতিবেগ থাকতে পরে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ থাকতে পরে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড়ের কারণে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি শুরু
বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে।
অতি ভারী বৃষ্টি
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।