- Home
- West Bengal
- West Bengal News
- কৃষ্ণনগর-কাণ্ডে ধর্ষণ হয়নি? মোড় ঘুরিয়ে দেওয়া ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারীদের হাতে
কৃষ্ণনগর-কাণ্ডে ধর্ষণ হয়নি? মোড় ঘুরিয়ে দেওয়া ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারীদের হাতে
- FB
- TW
- Linkdin
কৃষ্ণনগরের নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট
কৃষ্ণনগরের তরুণীর ময়না তদন্তের রিপোর্ট রয়েছে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার মত তথ্য। ধর্ষণ বা শারীরিক আঘাতের কথা উল্লেখ নেই রিপোর্ট।
নির্যাতিতার পরিবাবের দাবি
কৃষ্ণনগরকাণ্ডে প্রথম থেকেই নিহতের পরিবারের দাবি ছিল ধর্ষণ করে খুন করা হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে অন্য কথা।
ময়না তদন্তের রিপোর্টে দাবি
ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে নিহত তরুণীর শরীরে ধর্ষণ বা কোনও শরীরিক নির্যাতনের চিহ্ন নেই।
৯০ শতাংশ দগ্ধ
ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে নিহতের শরীরের ৯০ শতাংশই দগ্ধ ছিল। আগুনে পুড়ে গিয়েছিল ও শরীরের নিম্নাংশ। শরীরে ছিল না আঘাতের চিহ্ন।
পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন
ময়না তদন্তের রিপোর্ট অনুযয়ী নিহতের শরীরে পাওয়া গিয়েছে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন। মাথার চুল, মুখের অধিকাংশ আর দুটি হাত পুড়ে গিয়েছিল।
কী দিয়ে পোড়ান হয়েছিল
ময়ন তদন্তের রিপোর্ট অনুযায়ী কেরসিন তেল দিয়ে পোড়ান হয়েছিল। যে স্থানে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে কেরসিন তেল ও দেশলাই উদ্ধার হয়েছিল।
শ্বাসনালীতে কার্বন
ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী নিহতের শ্বাসনালীকে কার্বনের অস্তিত্ব পাওয়া গেছে। ভিসেরা, ইউটেরাস, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে।
কৃষ্ণনগরের খুন
কৃষ্ণনগরের পুলিশ সুপারের দফতরের কাছেই একটি পুজো মণ্ডপ থেকে উদ্ধার হয়েছিল দ্বাদশ শ্রেণির ছাত্রীর পোড়া দেহ।
গ্রেফতার প্রেমিক
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রেমিককে। বর্তমানে প্রেমিক পুলিশ হেফাজতে রয়েছে। আত্মহত্যা না খুন তাই নিয়ে ধ্বন্দ্বে পুলিশ।
আত্মহত্যাতেই শিলমহর
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্তকারীরা আত্মহত্যার তত্ত্বেই শিলমহর দিচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।