- Home
- West Bengal
- West Bengal News
- আর কিছুক্ষণের অপেক্ষা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, দেখে নিন কোন কোন জেলায় হবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব
আর কিছুক্ষণের অপেক্ষা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, দেখে নিন কোন কোন জেলায় হবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব
- FB
- TW
- Linkdin
কালীপুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। যে কারণে জেলায় জেলায় হবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ২৩ তারিখ থেকে বোঝা যাবে ঘূর্ণিঝড়ের প্রভাব। ২৪ তারিখ থেকে হবে বৃষ্টি।
কালীপুজোর সময় কেমন আবহাওয়া থাকতে তা নিয়ে চিন্তিত সকলে। পুজোর আগে বৃষ্টি হলেও পুজোর কদিন আবহাওয়া ছিল পরিষ্কার। তেমনই লক্ষ্মীপুজোর দিন তেমন সমস্যায় ভোগেননি রাজ্যবাসীরা। এখন প্রশ্ন কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে জানাল এই খবর। কালীপুজোর সময় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর এই সময় বইতে ঝোড় হাওয়া। তেমনই জেলায় জেলায় হবে ভারী বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০০ থেকে ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়। সঙ্গে হবে ভারী বৃষ্টি।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কাল তৈরি হবে নিম্নচাপ। সে কারণে কাল অর্থাৎ ২২ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।
২৩ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়। যে কারণে ২৪ অক্টোবর, সকালে বাংলা-ওড়িশার কাছে হবে বৃষ্টি।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে জেলায় জেলায়। ২৩ অক্টোবর দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে হবে বৃষ্টি। ২৪ অক্টোবর ভারী বৃষ্টি হবে।
ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রামে হবে বৃষ্টি।
সোমবার অর্থাৎ আজ উত্তাল থাকবে সমুদ্র। যে কারণে মৎসজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামী ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে। যে কারণে সমুদ্র থাকবে উত্তাল। ফলে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।