Weather Update Today : হাতে সময় আর মাত্র ২৪ ঘণ্টা! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, চলছে মাইকিং

Weather Update Today : উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ২৯ মে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

Share this Video

Weather Update Today : উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

২৯-৩০ মে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় কাকদ্বীপ, নামখানা, গোসাবা, গঙ্গাসাগর এলাকায় চলছে প্রশাসনিক প্রচার। নদীপথ ও স্থলপথে মাইকিং করে মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

ইতিমধ্যে হাজার হাজার মাছ ধরা ট্রলার ফিরেছে ফ্রেজারগঞ্জ, সাগর ও নামখানা ঘাটে। প্রশাসনের আশ্বাসে অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে রাজি হয়েছেন।

আবহাওয়া দপ্তরের মতে, নিম্নচাপটি ৩০ মে নাগাদ স্থলভাগে ঢুকতে পারে, যার অভিমুখ উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের উপকূল ধরে বাংলাদেশের মংলা পর্যন্ত বিস্তৃত হতে পারে।

সুন্দরবন সহ গাঙ্গেয় উপকূলে সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন ও আবহাওয়া দপ্তর।

Related Video